পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল “গাজওয়ায়ে হিন্দ” তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানআল্লাহ.! কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন।
সুবহানাল্লআহ.! যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.! এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.! আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, গবেষক ও উদীয়মান তরুণ বক্তা মাওলানা এম হাসিবুর রহমান আরও বলেছেন,হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ।
মুসলমানগন এই যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবে তারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক।
ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাঁকুনি পর্যন্ত ডুবে যাবে। ঐ যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে,এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী! আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন।
শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন।তিনি শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর মির্জাপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান ওয়ায়েজিনের বক্তব্য এসব কথা বলেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মামুন মজুমদারের সভাপতিত্বে ও সমাজসেবক আমিনুল ইসলাম সবুজের পরিচালনায় বিশেষ ওয়ায়েজিন ছিলেন, কুমিল্লার দাউদকান্দি জায়গীর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শাহাদাত হোসেন মোজাদ্দেদী,চট্টগ্রামের মাদবারহাট ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এম সাইফুল ইসলাম ফারুকী ও মাওলানা মাওলানা হাফেজ ক্বারি জিয়াউল হক মজুমদার। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো: আলমগীর বিএ,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র আলহাজ্ব ইউসুফ মজুমদার ও হাজ্বী আবুল বশর চৌধুরী প্রমূখ।