ভারত-চীন সীমান্তে দ্বন্দ্ব নতুন কিছু না। বহু বছর ধরে চলে আসা এই দ্বন্দ্ব দিন দিন উত্তেজনাকর হচ্ছে। দুই দেশেই তাদের সীমানা সুরক্ষিত রাখতে নানা পদ্ধতি-কৌশলের শরণাপন্ন হয়।
ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী জানালেন, উত্তরাঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই।
তীব্র শীতের মধ্যেও হাজারো সেনা মোতায়েন আর সামরিক প্রস্তুতি সেখানে নিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে শীত মৌসুমে সেনা সাধারণত কম থাকে তবে চীনের সঙ্গে আলোচনা করেই গ্রীষ্ম মৌসুমে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মূলত ৪ বছর আগে লাদাখ সীমান্তে চীন ও ভারত সেনাদের মধ্যে সংঘর্ষ আর হতাহতের ঘটনার পর থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তের কয়েকটি স্থানে টহল বন্ধ করে দুইদেশ।
গেল বছরে নয়াদিল্লির আর বেইজিংয়ের চুক্তিতে এসেছে নিজেদের সেনা প্রত্যাহার করে নেওয়ায় ২০২০ সালে সংঘাতের পর এই উত্তেজনা আরো বেড়েছে। সীমান্তে ফের সংঘর্ষে জড়িয়েছে চীন ও ভারতের সেনারা। সিক্কিম রাজ্যের সীমান্তে চীনের সীমান্তরক্ষীদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, চীন ও ভারতের বিতর্কিত সীমান্ত অঞ্চলে দেশ দুটির সেনাদের সংঘর্ষে দু’পক্ষের কিছু সেনা আহত হয়েছেন।
গত বুধবার সিক্কিমে এই ঘটনা ঘটে। তবে এই দ্বন্দ্ব সমাধান করা হয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।
এর আগে, ২০২০ সালে লাদাখের সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। ওই সংঘর্ষে চীনা সেনারাও আহত হলেও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি চীন।