তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে হায়াত তাহরির আশ-শাম (এইচটিএস) গ্রুপের নেতা আহমেদ আশ-শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত রোববার অনুষ্ঠিত এ সাক্ষাতে সিরিয়ার নয়া সরকারের প্রতি তুরস্কের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
এইচটিএস সম্প্রতি বাশার আল-আসাদ সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার ক্ষমতা দখল করেছে। এতে তুরস্কের প্রত্যক্ষ সহযোগিতার গুঞ্জন রয়েছে, এবং অনেকেই মনে করেন, আসাদ সরকারের পতনে আমেরিকা এবং ইসরাইলের ভূমিকা ছিল।
ফিদান সংবাদ সম্মেলনে বলেন, তুরস্ক সিরিয়ায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেবে না। তিনি দাবি করেন, সিরিয়ার সামনে একটি “উজ্জ্বল ভবিষ্যত” অপেক্ষা করছে, এবং তিনি শারার সঙ্গে সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বিদেশে থাকা সিরিয়ার শরণার্থীদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেছেন।
তিনি সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের আগ্রাসী হামলা ও সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে তেল আবিবের প্রতি আহ্বান জানান।
এইচটিএস নেতা শারা বলেন, সিরিয়ার সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা হবে, তাদের অস্ত্র রাষ্ট্রের তত্ত্বাবধানে এনে নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও জানান, সিরিয়ার ভবিষ্যত নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
সূত্রঃ পার্স টুডে