সোহেল রানা, সিংগাইর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে অবৈধভাবে তিন ফসলি কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় যুবদল নেতা প্রকৌশলী আবু সায়েম (৪৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় জামির্ত্তা বাজারে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আবু সায়েম জামির্ত্তা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং চাপরাইল গ্রামের মৃত সোবান মিয়ার ছেলে।
আবু সায়েম শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামির্ত্তা এলাকায় একটি প্রভাবশালী চক্র তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে। আবু সায়েম এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর সহযোগিতায় একাধিক মানববন্ধন করেন।
এতে ক্ষিপ্ত হয়ে মাটি ব্যবসায়ী আয়নালের নেতৃত্বে খোকন, রতন, স্বপন, বক্কার, জমির, ফারুক, কফিল, রফিকুলসহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জন দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। স্থানীয়রা আবু সায়েমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত আবু সায়েম বলেন, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। জামির্ত্তা এলাকায় মাটি কাটার প্রতিবাদ করায় এবং আগেও নানা অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটি চক্র আমার ওপর ক্ষিপ্ত ছিল। সেই কারণেই আয়নাল গং এ হামলা চালায়।
সিঙ্গাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?