সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
টিভিতে কার্টুন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সাত বছরের দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ।
অভিযুক্ত ব্যাক্তি হচ্ছেন, একই এলাকার আইয়ুব আলী মণ্ডলের ছেলে মমিনুর ইসলাম (৫৪) । জানা যায় গ্রেফতার মমিনুর ইসলাম পেশায় একজন ছাগল ব্যবসায়ী।
মঙ্গলবার (১১ মার্চ ) সন্ধ্যার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। পরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে বুধবার (১২ মার্চ) সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১১ মার্চ ) সন্ধ্যায় প্রতিবেশী মমিনুর ইসলাম তাঁর বাড়িতে টিভিতে কার্টুন দেখানোর কথা বলে ওই দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যান। ওই দুজনকে নিয়ে তিনি ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন।
পাশের বাড়ির এক শিশু ইফতারি দিতে এসে এ ঘটনা দেখে এবং ভুক্তভোগী এক শিশুর বাড়িতে জানায়। ওই শিশুর পরিবারের সদস্য মমিনুরের বাড়িতে আসেন। তখন শিশু দুটি ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। ঘটনা জানাজানি হলে মমিনুর ইসলাম বাড়ি থেকে পালিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ভুক্তভোগী দুই শিশুকে গতকাল রাতে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাত বছরের দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মমিনুর ইসলামকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে বুধবার (১২ মার্চ ) সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।