ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এমএমবি পরিবারের পক্ষ থেকে বাৎসরিক হিসাব সমাপনী ও পূর্ন মিলনী অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যায় পর্যন্ত উৎসরমুখর পরিবেশে অরন্যপাশা গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩রা ফেব্রুয়ারি) মেসার্স এমএমবি বিক্স এন্ড মিয়া ব্রাদার্স ও এমএমবি ট্রেডার্স সাফল্যের ২৪ বছর পেরিয়ে ২৫ বছরে পদাপর্ন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। মেসার্স এমএমবি বিক্স এন্ড মিয়া ব্রাদার্স ও এমএমবি ট্রেডার্স এর ব্যবস্থাপনা পরিচালক হাজ্বী মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সধী সমাবেশে একেএস রড (আবুল খায়ের স্ট্রীল মিলস) বাংলাদেশ লিমিটেড, শাহ সিমেন্ট ও সেভেন রিং সিমেন্ট বাংলাদেশ লিমিডেট (সেভেন সার্কেল) এর উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মাওলানা আমরুল্লাহ ও হাফেজ মাওলানা শাজমুদুল হাসান রিয়াদের সঞ্চালনায় অনুষ্টানে গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম,
উপজেলা বিএনপি নেতা বাবু পল্লব রায়, সাংবাদিক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক আহসান কাদের মাহমুদ সহ অনুষ্ঠানে আগত বিভিন্ন উপজেলার ব্যবসায়ীবৃন্দ, রাজমেস্তুরী সহ আলেম উলামাগণ উপস্থিত ছিলেন।