মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের হাট বাজারগুলোতে শীতকালিন শাক সবজি ও পেঁয়াজের বিপুল সরবরাহ রয়েছে। তবে কাঙ্খিত পরিমাণ ক্রেতা না থাকায় লোকাসানে পড়েছেন চাষী ও ক্ষুদ্র ব্যবসায়আজ শনিবার জেলার হাটবাজারগুলোতে ১০০ টাকা মিলছে ৫ কেজি আলু। বেগুন, টমেটো, লাউ রয়েছে ২০ টাকার মধ্যে। বাঁধাকপি ও ফুলকপি গেল সপ্তাহের মতই বিক্রি হচ্ছে ৩ থেকে ৫ টাকা কেজি। ক্রেতারা কেনার পরিমাণ বাড়িয়ে দিলেও বাজারে অবশিষ্ট থেকে যাচ্ছে শীতের শাকসবজি। প্রতিদিন যে পরিমাণ সবজি আমদানী হচ্ছে সে তুলনায় ক্রেতার চাহিদা অনেক কম। ফলে কৃষকের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও লোকসানের মুখে পডতবে ক্রেতাদের মনে স্বস্থি দেখা দিলেও সারা বছর নিয়ন্ত্রিত দর নিশ্চিত করার দাবি তাদের।