যবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্বের নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সকল জনবলকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের প্রধান ফটকে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদে (পূর্বের ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ) কর্মরত খণ্ডকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে বলে ভেটেরিনারি মেডিসিন অনুষদের খণ্ডকালীন প্রভাষক ডা. মো. তারেক মুসা বলেন, ‘ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্তির লক্ষ্যে ২০১৫ সাল থেকে আন্দোলনসহ নানাবিধ কর্মসূচীতে আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম। আন্দোলনের প্রেক্ষিতে ২০২৩ সালে কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পূর্বের প্রশাসন বিভিন্ন পর্যায়ের জনবলকে বাদ দিয়ে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে। ফলে আমরা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ অর্ধ শতাধিক জনবল বৈষম্যের শিকার হচ্ছি।’
তিনি আরো বলেন, ‘একই সাথে হস্তান্তর হওয়া সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ ঠিকঠাক হস্তান্তর ও আত্মীকরণ হলেও আমাদের না হওয়ার ব্যাপারে তদন্ত করা হোক। বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত পূর্বের স্বৈরাচারী প্রশাসনের প্রশ্নবিদ্ধ হস্তান্তর পক্রিয়ার ব্যাপারে তদন্ত করা হোক। আমাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক।’
অফিস সহায়ক জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা এখানে থাকবো বলেই কলেজের প্রতিষ্ঠাকালীন সময় থেকে রয়েছি। আমাদেরও পরিবার আছে। এভাবে আর হয়না। এই বয়সে অন্য চাকরি খুঁজে পাওয়াও কঠিন। আমরা এখানে স্থায়ী ভাবে নিয়োগ চাই।’
এছাড়া শিক্ষকদের এসব দাবীর সাথে একমত পোষণ করেছে ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষক সংকটের ফলে আমাদের এখানে নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে না। পূর্বের সব জনবলকে স্থায়ীকরণের পাশাপাশি আরো জনবল নিয়োগের মাধ্যমে আমাদের দৃশ্যমান সমস্যার সমাধান করা হোক। চলতি শিক্ষা বর্ষেই নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া হোক।
উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদটি ঝিনাইদহে অবস্থিত যা পূর্বে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ হিসেবে পরিচিত ছিলো। পরে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যবিপ্রবি ও সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অনুষদভুক্ত করা হয়।