মোঃ মেহেদী হাসান, ঢাকা (মহানগর প্রতিনিধি)
বিপিএল মানেই বিনোদনের এক বিশাল উৎসব। বিপিএলের টিকিট মধুমতী ব্যাংক বিক্রি করার কথা থাকলেও মিরপুর শাখায় টিকিট বিক্রি হচ্ছে না।
মধুমতী ব্যাংকে গিয়ে জানা গেছে, “টিকিট বিক্রি ব্যাংকের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে, তাই মিরপুর সাড়ে এগারো সিটি ক্লাব মাঠে একটি টিকিট বিক্রয় ক্যাম্প স্থাপন করা হয়েছে।”
এছাড়াও, টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে এবং মিরপুর জাতীয় সুইমিং পুল স্টেডিয়ামে একটি অফলাইন টিকিট বিক্রয় ক্যাম্পেও।
২৯ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুইটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে রংপুর রাইডার্স মুখোমুখি হবে চট্টগ্রাম কিংসের। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল।
খেলার টিকিট সংগ্রহের জন্য ২৮ জানুয়ারি সকাল থেকেই উৎসাহী দর্শকদের ভিড় জমে যায়।
এই জমজমাট ম্যাচগুলো উপভোগ করতে আগ্রহী দর্শকদের জন্য টিকিটের সহজলভ্যতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।