শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

বিসিবির কাউন্সিলর হতে যাচ্ছেন ইশরাক

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের বর্তমান আহ্বায়ক ইশরাক হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাউন্সিলর হিসেবে ইশরাকের জন্য আবেদন করেছে ব্রাদার্স ইউনিয়ন। ১৩ জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর একটি চিঠি দেন। বিসিবিতে ব্রাদার্স ইউনিয়নের বর্তমান কাউন্সিলর দলটির ক্রিকেট ম্যানেজার আমিন খান। ৫ জানুয়ারি তিনি বিসিবিতে ব্রাদার্সের কাউন্সিলর থেকে […]

নিউজ ডেস্ক

২০ জানুয়ারী ২০২৫, ১৪:২৩

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের বর্তমান আহ্বায়ক ইশরাক হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাউন্সিলর হিসেবে ইশরাকের জন্য আবেদন করেছে ব্রাদার্স ইউনিয়ন। ১৩ জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর একটি চিঠি দেন।

বিসিবিতে ব্রাদার্স ইউনিয়নের বর্তমান কাউন্সিলর দলটির ক্রিকেট ম্যানেজার আমিন খান। ৫ জানুয়ারি তিনি বিসিবিতে ব্রাদার্সের কাউন্সিলর থেকে পদত্যাগ করে বিসিবিতে চিঠি দেন৷ এরপরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেন কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেয় ব্রাদার্স।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মেয়াদও চার বছর। বিসিবি এই সময়ের মধ্যে সাধারণত কাউন্সিলর পরিবর্তন করতে পারবে না সাধারণ নিয়মে। কোনো কাউন্সিলরের মৃত্যু, স্থায়ী বিদেশ বা পদত্যাগের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ রয়েছে।

সেক্ষেত্রে বিদ্যমান কাউন্সিলর পদত্যাগ করলে ক্লাব/সংস্থা থেকে নতুন কাউন্সিলরের নাম বিসিবির বোর্ড সভায় উঠবে। বোর্ড সভায় অনুমোদন হলে প্রস্তাবিত কাউন্সিলর পরিবর্তিত কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত হবেন। ব্রাদার্স ইউনিয়ন চলতি মেয়াদেই এই প্রক্রিয়ায় মিজানুর রহমানের বদলে আমিন খানকে কাউন্সিলর করেছিল। এবার আমিন খানের বদলে ইশরাকের জন্য আবেদন করেছে।

ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ছিলেন। তার বাবা ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা। তিনি ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডাকসাইটে কর্মকর্তা ছিলেন।

বাবার পদাঙ্ক অনুসরণ করতেই ইশরাক ব্রাদার্সের হাল ধরেছেন। তার বাবা ফুটবল সংগঠক হলেও তিনি ক্রিকেটে যেতে চান। আসন্ন বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে বলে জোর গুঞ্জন রয়েছে।

বিসিবিতে কাউন্সিলর সংক্রান্ত আবেদনের সংখ্যা বাড়ছে। ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে অনেক আগেই। ক্রীড়াঙ্গনের দুই শীর্ষ সংস্থা বাফুফে ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে সাধারণ পরিষদের সদস্য করলেও বিসিবি এখনো করেনি৷ বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বিসিবিতে অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছেন৷

খেলা

যখন-তখন ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত: ভারতীয় সাবেক ক্রিকেটার কন্যা

ভারতীয় সাবেক ক্রিকেটার ও কোচ সঞ্জয় বঙ্গারের কন্যা সন্তান অনন্যা বঙ্গার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্যন্যা। এক সময় অনেক ক্রিকেটার মোবাইল ফোনে ন্যুড ছবি পাঠাতেন বলে অভিযোগ করেছেন সঞ্জয় বঙ্গারের কন্যা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর হরমোন প্রতিস্থাপন থেরাপি ও লিঙ্গ নিশ্চিতকরণে অস্ত্রোপচার করেছেন অনন্যা। রূপান্তরের এই যাত্রার অনেক অভিজ্ঞতা […]

নিউজ ডেস্ক

১৮ এপ্রিল ২০২৫, ১৪:১৯

ভারতীয় সাবেক ক্রিকেটার ও কোচ সঞ্জয় বঙ্গারের কন্যা সন্তান অনন্যা বঙ্গার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্যন্যা। এক সময় অনেক ক্রিকেটার মোবাইল ফোনে ন্যুড ছবি পাঠাতেন বলে অভিযোগ করেছেন সঞ্জয় বঙ্গারের কন্যা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর হরমোন প্রতিস্থাপন থেরাপি ও লিঙ্গ নিশ্চিতকরণে অস্ত্রোপচার করেছেন অনন্যা। রূপান্তরের এই যাত্রার অনেক অভিজ্ঞতা সম্প্রতি শেয়ার করেছেন তিনি।

অনন্যা আগে আরিয়ান নামে পরিচিত ছিলেন। তিনি একজন ক্রীড়াবিদ এবং সঞ্জয় বঙ্গারের পদাঙ্ক অনুসরণ করে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন। তবে অনন্যা জানিয়েছেন, লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচারের পর ক্রিকেট ক্যারিয়ার ধরে রাখতে গিয়ে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। অনন্যা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন।

লল্লানটপ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের মতো এখনকার কিছু পরিচিত ক্রিকেটারের সঙ্গে খেলেছি। আমাকে আমার পরিচয় গোপন রাখতে হয়েছিল, কারণ বাবা একজন সুপরিচিত ব্যক্তিত্ব। ক্রিকেট বিশ্ব নিরাপত্তাহীনতা ও পুরুষালি বিষাক্ততায় পূর্ণ!

অনন্যাকে এরপর জিজ্ঞেস করা হয়, লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচারের পর তাঁর সতীর্থ ক্রিকেটারদের প্রতিক্রিয়া কেমন ছিল। অনন্যা বলেন, ‘সমর্থনও ছিল, আবার কিছু হয়রানিও ছিল।

কী ধরনের হয়রানি করা হতো উপস্থাপকের এমন প্রশ্নে অনন্যা বলেন, ‘কিছু ক্রিকেটার আমাকে যখন-তখন তাদের নগ্ন ছবি পাঠিয়েছে।

এরপর অনন্যা নাম প্রকাশ না করে একজনের কথা বলেন, যিনি মৌখিকভাবে হেনস্তাও করেছেন তাকে। তিনি বলেন, ‘সেই ব্যক্তি সবার সামনে খারাপ ভাষা ব্যবহার করত। সেই একই ব্যক্তি এরপর আমার পাশে এসে বসত এবং আমার ছবি চাইত। আরেকটি ঘটনা ছিল, যখন আমি ভারতে ছিলাম, তখন একজন পুরোনো (প্রবীণ) ক্রিকেটারকে আমার পরিস্থিতির কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, চলো গাড়িতে যাই, আমি তোমার সঙ্গে ঘুমোতে চাই।

খেলা

সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ দুই লিটারের পানির বোতল বিক্রি হচ্ছে ৬০০ টাকায় !

মাঠে প্রবেশের পরই শুরু হয় দর্শকদের ভোগান্তি। স্টেডিয়ামের ভেতরে খাবার-পানির অভাব, অতিরিক্ত দাম এবং তাপপ্রবাহে অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। একজন দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই লিটারের পানির বোতল ৬০০ টাকা বলেছে।

সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ দুই লিটারের পানির বোতল বিক্রি হচ্ছে ৬০০ টাকায় !

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ জুন ২০২৫, ১৮:৫০

এএফসি এশিয়ান বাছাইপর্বে আজ মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশের প্রথম হোম ম্যাচ উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে উত্তেজনার চূড়ান্ত রূপ দেখা গেছে। প্রতিপক্ষ সিঙ্গাপুর, খেলা শুরু সন্ধ্যা ৭টায়। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামের বাইরে এবং ভেতরে ভিড় জমে ফুটবলপ্রেমীদের। হাজারো দর্শকের সরব উপস্থিতি প্রমাণ করে দেশের ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা ও প্রত্যাশার মাত্রা।

পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের চারপাশজুড়ে দর্শকদের দীর্ঘ সারি চোখে পড়ে দুপুর থেকেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ২টা থেকে গেট খোলা হয় এবং বিকেল ৫টা পর্যন্ত সাধারণ দর্শকদের প্রবেশের সুযোগ রাখা হয়।

তবে মাঠে প্রবেশের পরই শুরু হয় দর্শকদের ভোগান্তি। স্টেডিয়ামের ভেতরে খাবার-পানির অভাব, অতিরিক্ত দাম এবং তাপপ্রবাহে অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। একজন দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই লিটারের পানির বোতল ৬০০ টাকা বলেছে। এত দাম কিভাবে সম্ভব?” অন্য একজন জানান, খাবার ও পানির বোতল নিয়েও ঢুকতে দেয়া হয়নি। তিনি বলেন, “আগেই ঢুকেছি, এখন ক্ষুধা-তৃষ্ণায় কষ্ট পাচ্ছি, দামও নাগালের বাইরে।”

ভুটান ম্যাচের অভিজ্ঞতা মাথায় রেখে এবার অনেকেই আগেভাগেই মাঠে হাজির হয়েছেন। পল্লবী থেকে আসা শাহেদ জানান, “ভুটান ম্যাচে টিকিট থাকার পরও ঢুকতে পারিনি। এবার তাই আগেভাগেই চলে এসেছি।”

আজকের ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে অধিনায়ক জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সমিতের নেতৃত্বে। মাঠের লড়াইয়ের আগে থেকেই ফুটবলপাড়ায় উন্মাদনা ছড়িয়ে পড়েছে, যার প্রতিফলন স্পষ্ট জাতীয় স্টেডিয়ামে। তবে আয়োজকদের অব্যবস্থাপনা দর্শকদের আনন্দের মাঝে ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।

খেলা

বিসিবির সাবেক পরিচালক মল্লিকের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরেক সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। নানা সময়ে তার বিরুদ্ধেও ছিল বোর্ডে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ। এছাড়া ক্লাব বাণিজ্যেও তার নাম জড়িয়েছে বহুবার। এবার সেই মল্লিকের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূত্র জানিয়েছে, […]

নিউজ ডেস্ক

০৫ মে ২০২৫, ১৭:২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরেক সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। নানা সময়ে তার বিরুদ্ধেও ছিল বোর্ডে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ। এছাড়া ক্লাব বাণিজ্যেও তার নাম জড়িয়েছে বহুবার।

এবার সেই মল্লিকের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সূত্র জানিয়েছে, মল্লিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছিল দুদক। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মামলার তদন্তের সময় অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পদ এবং তার আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখা হবে।

এদিকে, ৩২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও ৮০০ কোটির অস্বাভাবিক লেনদেনের অভি‌যো‌গে নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধেও ২টি মামলা করা হয়েছে।