আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
টঙ্গীবাড়ীর মারুফ ভারতকে ধাক্কা দিলেন
এদিন পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কাই দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় প্রশংসায় ভাসছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাঁও এলাকার কৃষক আকবর মৃধা ও মর্জিনা বেগম দম্পতির তিন পুত্রসন্তানের মধ্যে মারুফ মৃধা সবার ছোট।
ভারতকে বড় ধাক্কা দিয়ে বাংলাদেশের হাতে যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মারুফ মৃধা।
এই জয় ছিনিয়ে আনায় মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীর অনিক শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘তুমি শুধু টঙ্গিবাড়ি/মুন্সিগঞ্জ কিংবা বাংলাদেশ নয়, এশিয়ার গর্ব।’
ভারতে হারিয়ে বাংলাদেশের এই বিজয়ে মারুফ মৃধার গ্রামের বাড়িতে এখন চলছে আনন্দ উল্লাস।