মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

খেলা

ভারতকে উড়িয়ে আবারও এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৫

ভারতকে উড়িয়ে আবারও এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি-ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ফাইনালে ভারতকে উড়িয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ।

জয়ের সুবাস পেয়ে গ্যালারিতে উল্লাস চলছিল অনেকক্ষণ ধরেই। ম্যাচ শেষ হতেই সেই উচ্ছ্বাসে যেন নতুন প্রাণের দোলা লাগল। মাঠের ভেতরে তখন নানা আবেগের স্রোত।

কেউ ডানা মেলে উড়ছেন, কেউ দিগ্বিদিক ছুটছেন। ডাগআউট থেকে দেশের পতাকার দুই প্রান্তে ধরে ছুটে গেলেন দুজন। মারুফ মৃধাকে কাঁধে তুলে নিলেন কেউ একজন।

শেষ উইকেটটি নিয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম তখন হাঁটু গেঁড়ে দু হাতে ঢেকেছেন মুখ। যেন মুহূর্তটি অনুভব করতে চাইলেন প্রাণভরে। সব মিলিয়ে দুবাইয়ের গ্যালারি থেকে মাঠে একাকার লাল-সবুজের শিরোপা উৎসব।

আরও একটি ফাইনাল, আরেকটি জয়, আরও একবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উড়িয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ।

দুবাইয়ে রোববার ফাইনালে ১৯৮ রান নিয়েও বাংলাদেশ জিতে গেল ৫৯ রানে। পুঁজি বড় ছিল না বলেই হয়তো জয়ের পর আবেগের প্রকাশ একটু বেশি দেখা গেল ক্রিকেটারদের।

এ সম্পর্কিত আরো খবর