শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

দেশের মজলুম জনগণের সহায় একমাত্র আল্লাহ: জামায়াত আমির

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৮

দেশের মজলুম জনগণের সহায় একমাত্র আল্লাহ: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট। এদেশের মজলুম জনগণের সহায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।

রোববার(২৪ নভেম্বর) তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, জুলাই ও আগস্ট বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্র-তরুণ যুব সমাজের প্রতিনিধিদেরকে যারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, তারা আগামীর বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করবেন।

তিনি বলেন, তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট। এদেশের মজলুম জনগণের সহায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।

 

এ সম্পর্কিত আরো খবর