বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

এবার পদত্যাগ করলেন জাপার সাংগঠনিক সম্পাদক শাফি

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০১ নভেম্বর ২০২৪, ২০:৩৭

এবার পদত্যাগ করলেন জাপার সাংগঠনিক সম্পাদক শাফি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা সাজ্জাদ রশিদের পর এবার পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি।

শুক্রবার রংপুর নগরীর দর্শনা এলাকায় এক সংবাদ সম্মেলনে জাপার সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে শাফিউল ইসলাম শাফি বলেন, জাতীয় পার্টির রাজনীতিতে থেকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই ছাত্র-জনতার বিপ্লবকে এগিয়ে নিতে জাপার সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছি।

একই সঙ্গে জাতীয় পার্টিকে বিগত সময়ের সব ভুল শুধরে পরিশুদ্ধ রাজনীতিতে আসার পরামর্শ দেন তিনি। শিক্ষা জীবনে ছাত্রশিবিরের রাজনীতি করা শাফিউল ইসলাম শাফি দীর্ঘদিন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এ সম্পর্কিত আরো খবর