ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় অবস্থিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ থেকে শেখ মুজিবের নাম সরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল হলের সামনে এসে অবস্থান নেয়। এরপর তারা হলের প্রধান ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নামপট্টিকা খুলে ফেলে।
শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশে হল’-এর উদ্বোধনী ফলক থেকে শেখ হাসিনার নামও মুছে ফেলেছে শিক্ষার্থীরা।
এর আগে, রাত ৯টার দিকে শেখ হাসিনার অনলাইন বক্তব্য ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়। এরপর সারা দেশে শেখ মুজিব ও শেখ হাসিনার নাম সম্বলিত বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর শুরু করে বিক্ষোভকারীরা।
বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন কেবল শেখ মুজিব ও শেখ হাসিনার নাম মুছতে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের রাজনৈতিক চিত্রপট বদলের ইঙ্গিত বহন করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে এটি আরও বড় সংকটে রূপ নিতে পারে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?