শনিবার, ২২ মার্চ ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মোঃ জয়নাল আবেদিন জয়,রাজশাহী ব্যুরো প্রধান রাজশাহীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ প্রাঙ্গনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের […]

প্রতিনিধি ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৬

মোঃ জয়নাল আবেদিন জয়,রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’,

এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ প্রাঙ্গনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টে মহানগরীসহ বিভাগের বিভিন্ন জেলার মোট ৯টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে উদ্বোধনী খেলাটি রাজশাহী মহানগরীর দল ও নাটোর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এটিএম গোলাম মাহবুব,

জেলা তথ্য অফিস রাজশাহীর পরিচালক তাজকিয়া আকবরী ও উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ লুবনা ইয়াসমিন, প্রভাষক পল্লবী দে।

খেলা

দেশের মাটিতে পা দিয়েই হামজার হুঙ্কার ইনশাআল্লাহ আমরা ভারতের বিপক্ষে উইন করবো

বাংলাদেশে ফুটবলে নতুন এক সম্ভাবনার নাম হামজা চৌধুরী। দেশের একমাত্র ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের। সেই হামজা অবশেষে লাল-সবুজের জার্সি গায়ে তুলতে দেশে ফিরেছেন। নিজ জন্মভূমিতে পা রেখেই তিনি জানিয়েছেন, ভারতকে হারিয়ে দিয়েই সামনে এগোবেন। সোমবার (১৭ মার্চ) পৌনে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সিলেটের […]

নিউজ ডেস্ক

১৭ মার্চ ২০২৫, ১৫:২৮

বাংলাদেশে ফুটবলে নতুন এক সম্ভাবনার নাম হামজা চৌধুরী। দেশের একমাত্র ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের। সেই হামজা অবশেষে লাল-সবুজের জার্সি গায়ে তুলতে দেশে ফিরেছেন। নিজ জন্মভূমিতে পা রেখেই তিনি জানিয়েছেন, ভারতকে হারিয়ে দিয়েই সামনে এগোবেন।

সোমবার (১৭ মার্চ) পৌনে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা।

এরপর বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। পরে ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হামজা বলেন, ‘দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।’

এরপর ভারত ম্যাচ নিয়ে ২৭ বছর বয়সী এই তারকা ডিফেন্ডার স্থানীয় সিলেটি ভাষায় বলেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু।’ (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।

যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা হামজা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছিলেন। বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডে। গত বছর ইংল্যান্ড ও ফিফার বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ দলের হয়ে খেলার অনুমোদন পান তিনি। তখন থেকেই রীতিমতো হামজা জ্বরে কাঁপছে দেশের ফুটবল।

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের দলে হামজাকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। মূলত এই ম্যাচ খেলতেই বাংলাদেশে এসেছেন তিনি।

সব ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার রাতে হামজা আসবেন ঢাকায়। পরের দিন বাংলাদেশ দলের অফিসিয়াল সংবাদ সম্মেলন। ২০ তারিখ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে।

খেলা

ক্রীড়া তারুণ্যের উৎসব আয়োজনে উপদেষ্টা আদিলুর রহমান খাঁন

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি) ক্রীড়া মানুষের শারীরিক এবং মানসিক প্রশান্তি ঘটায়। তাই পড়া শোনার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকেই খেলা ধুলার প্রতি আগ্রহী হতে হবে। আজকে যে ফুটবল খেলা হলো। এতে অংশগ্রহন কারীদের কাছ থেকেই একদিন বড় হয়ে জাতীয় দলে খেলবে। এটাই তোমাদের কাছ থেকে আশা করছি। নিয়মিত খেলা ধুলার র্চচা করলে আমাদের মননশীলতা ভালো থাকবে। মনের […]

প্রতিনিধি ডেস্ক

২৭ জানুয়ারী ২০২৫, ১১:৩০

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)

ক্রীড়া মানুষের শারীরিক এবং মানসিক প্রশান্তি ঘটায়। তাই পড়া শোনার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকেই খেলা

ধুলার প্রতি আগ্রহী হতে হবে। আজকে যে ফুটবল খেলা হলো। এতে অংশগ্রহন কারীদের কাছ থেকেই একদিন বড় হয়ে জাতীয় দলে খেলবে। এটাই তোমাদের কাছ থেকে আশা করছি। নিয়মিত খেলা ধুলার র্চচা করলে আমাদের মননশীলতা ভালো থাকবে। মনের দুঃচিন্তা দুর হয়ে যাবে ,সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে শিল্প এবং গৃহায়ণ গনপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন একথা বলেন।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত হচ্ছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা অনুষ্ঠিত ইচ্ছে। আজ ২৬ জানয়াারি রোববার উক্ত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান বীর শ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়ছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত এর সভাপতিতে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রশাসক (সার্বিক) রেজাউল করিম, স্থানীয়। সরকার বিলাসর উপ-পরিচালক মৌসমি মাহবুব, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উক্ত ফুটবল টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তাগন ।

সমাপনী দিনে আজ মাঠে মেয়েদের গ্রুপে খেলতে নামে মুন্সীগঞ্জ পৌরসভা ও লৌহজং উপজেলা। এই খেলাতে লৌহজং উপজেলা পেলান্টিক শটে ১-০ গোলে মুন্সীগঞ্জ পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। লৌহজং উপজেলার পক্ষে গোলটি করে সাবিহা আক্তার।

ছেলেদের গ্রুপে আজ মাঠে খেলতে নামে গজারিয়া উপজেলা ও মুন্সীগঞ্জ পৌরসভা। এই খেলাতে ট্রাইবেকারে মুন্সীগঞ্জ পৌরসভা ৭-৬ গোলে গজারিয়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন । প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে স্টেডিয়ামে অন্যান্য খেলার পুরষ্কার দেওয়া হয়।কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয় টঙ্গিবাড়ি উপজেলা। বলিবল খেলায় চ্যাম্পিয়ন হয় লৌহজং উপজেলা। ব্যডমিন্টন খেলায় বালক একক গ্রুপে চ্যাম্পিয়ন সদর উপজেলা ও দৈত গ্রুপ চ্যাম্পিয়ন সদর উপজেলা, বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয় সিরাজদিখান উপজেলা।

১৮ মার্চ ২০২৫
poll_title
ডিসেম্বরে মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। 

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?

মোট ভোট: ২১৮

খেলা

হামজার আগমনে বাংলাদেশ দলই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামী ফুটবল দল

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ। নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের হয়েছেন আগেই, হামজা চৌধুরীর অপেক্ষা এখন লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর। তার অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলের শক্তি বাড়বে কতোটুকু, কতোটা বদলাবে বাংলাদেশ; এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের অন্তর্ভুক্তির প্রভাব ইতোমধ্যেই বাংলাদেশ […]

নিউজ ডেস্ক

১৮ মার্চ ২০২৫, ১২:১৮

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ।

নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের হয়েছেন আগেই, হামজা চৌধুরীর অপেক্ষা এখন লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর। তার অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলের শক্তি বাড়বে কতোটুকু, কতোটা বদলাবে বাংলাদেশ;

এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের অন্তর্ভুক্তির প্রভাব ইতোমধ্যেই বাংলাদেশ দলে পড়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হয়ে গেছে বাংলাদেশ।

এশিয়া কাপ বাছাই পর্বে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হবে হামজার। ম্যাচটি খেলতে সোমবার দেশে এসেছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

এই ম্যাচের আগে ভারতকে একটি জায়গাতে পেছনে ফেলেছে বাংলাদেশ, আর সেটা কেবল হামজার কারণেই। কেবল তার অন্তর্ভুক্তিতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হয়ে গেছে বাংলাদেশ। এতোদিন সবচেয়ে দামি দল ছিল সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

আন্তর্জাতিক ফুটবলের দলবদল বিষয়ক ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’- এমনই জানিয়েছে। ওয়েব সাইটটির হিসাব অনুযায়ী ভারত স্কোয়াডের মূল্যমান ৫.৮৮ মিলিয়ন ইউরো। বাংলাদেশ স্কোয়াডের মূল্য ছিল ৪.০৯ মিলিয়ন ইউরো। হামজা নাম লেখানোয় বাংলাদেশ স্কোয়াডের মূল্য দাঁড়িয়েছে ৮.৫৯ মিলিয়ন ইউরো।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩৩ কোটি ৭৩ লাখ টাকা। হামজার একার বাজারদরই ৪.৫০ মিলিয়ন ইউরো, এ কারণেই বাংলাদেশ স্কোয়াডের মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে।

পুরো এশিয়ার হিসেবে অবশ্য বাংলাদেশ বেশ পিছিয়ে, এশিয়াতে দামি দলের তালিকায় ১৯তম স্থানে তারা। ট্রান্সফারমার্কেটের এএফসি র‍্যাংকিং অনুযায়ী এশিয়ার সবচেয়ে দামি দল জাপান, তাদের স্কোয়াডের মূল্য ৩০৬ মিলিয়ন ইউরো।

১৩৪.১০ মিলিয়ন ইউরোর স্কোয়াড নিয়ে দুই নম্বরে দক্ষিণ কোরিয়া। তিন নম্বরে উজবেকিস্তান, তাদের স্কোয়াডের মূল্য ৪৭ মিলিয়ন ইউরো। ৪৬.৩০ মিলিয়ন ইউরোর স্কোয়াড নিয়ে ইরান চারে এবং পাঁচে থাকা সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াডের মূল্য ৪৪.৩৫ মিলিয়ন ইউরো।

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ।

ভারতের সম্ভাব্য একাদশের মূল্য ২.৮৫ মিলিয়ন ইউরো, যেখানে হামজার বাজারদর সাড়ে চার মিলিয়ন ইউরো। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দলবদলের হিসেবে হামজার সর্বোচ্চ মূল্য ওঠে ১০ মিলিয়ন ইউরো।