মো:তানসেন আবেদীন (নারায়ণগঞ্জ প্রতিনিধি) :
বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন, “যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করবে এবং চোর-ডাকাতদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দলের বদনাম করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। আমরা আতঙ্কের আড়াইহাজার চাই না, শান্তির আড়াইহাজার গড়াই আমাদের মূল লক্ষ্য।”
সোমবার (২০ জানুয়ারি) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে পারভীন আক্তার বলেন, “কোনো অপরাধী অপরাধ করার আগেই পুলিশ যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আড়াইহাজার উপজেলা সদর সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোনো অনিয়ম, স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতাল পরিচালনা বন্ধ করতে হবে। একজন মানবিক ডাক্তার হিসেবে রোগীদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন অনু, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি তসলিম উদ্দিন লিটন, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?