শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

এবার সরকারি কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইম নিয়োগের পরিকল্পনা চলছে

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৭ নভেম্বর ২০২৪, ০০:০৩

এবার সরকারি কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইম নিয়োগের পরিকল্পনা চলছে

ট্রাফিকের পর এবার সরকারি আরও বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বুধবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালনের একটি ফটোকার্ড শেয়ার করে তার ক্যাপশনে তিনি এ কথা লেখেন।

উপদেষ্টা লেখেন, সরকারি আরও বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে যাদের কোনো কাজ নেই বা খুবই কম কাজ। অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়। এ উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পুলিশকে সহযোগিতা করছেন শিক্ষার্থীরা। দিনে ৪ ঘণ্টা দায়িত্ব পালন করে শিক্ষার্থী ৫০০ টাকা ভাতা পাবেন।

 

এ সম্পর্কিত আরো খবর