আওয়ামী লীগ সরকারের সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, “এনসিপি আতুরঘরে কালাজ্বরে ভুগছে আর জামায়াতের কোলে বসে শুরা পান করছে।” বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেফতার দেখানো শেষে হাজতখানায় নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
শাজাহান খান দাবি করেন, এনসিপি ও ড. ইউনূস জামায়াতে ইসলামীকে পেছনে রেখে রাজনৈতিক বৈধতা খোঁজার চেষ্টা করছে। তার ভাষায়, “ইউনূস জামায়াতের সঙ্গে অবৈধ প্রেমে লিপ্ত হয়ে টিকে আছে। এই প্রেম বেশি দিন টিকবে না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার উত্থিত হবে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, ইনশাআল্লাহ। যদি সুযোগ পাই, আমরা নির্বাচন করব।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শাজাহান খান বলেন, “জুলাই-আগস্টের ঘটনার জন্য যদি জবাবদিহি করতে হয় করব, অনুশোচনাও প্রকাশ করবো।”
তিনি বলেন, “আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা এখন লিখতেও পারো না, দেখাতেও পারো না।”
এরপর পুলিশ তাকে কারাগারের ভিতরে নিয়ে যায়।
প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
শাজাহান খানের এ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই এনসিপি ও জামায়াতের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে কিছু মহল শাজাহান খানের বক্তব্যকে নাটকীয় বলে অভিহিত করেছে।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?