শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

বাংলাদেশের সংস্কার কার্যক্রমে ড. ইউনূসকে পূর্ণ সমর্থন কাতারের

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ কাতার। ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি মঙ্গলবার (১৮ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত আল-কাহতানি প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের প্রতি কাতারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা […]

বাংলাদেশের সংস্কার কার্যক্রমে ড. ইউনূসকে পূর্ণ সমর্থন কাতারের

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ মার্চ ২০২৫, ২১:৫৯

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ কাতার। ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি মঙ্গলবার (১৮ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূত আল-কাহতানি প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের প্রতি কাতারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে আগ্রহী।”

বাংলাদেশের প্রতি কাতারের এই বন্ধুত্বপূর্ণ অবস্থানের জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, “এটি চমৎকার।”

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করা প্রয়োজন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ ও তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত। কাতারের ব্যবসায়ীরা যেন এখানে আসেন এবং সম্ভাবনাগুলো পর্যালোচনা করেন।” তিনি আরও বলেন, “আগামী এপ্রিলের প্রথম দিকে ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে কাতারের ব্যবসায়ীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।”

রাষ্ট্রদূত আল-কাহতানি এই আমন্ত্রণকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, “খুব শিগগিরই কাতার থেকে আরও ব্যবসায়ী বাংলাদেশ সফর করবেন এবং বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবেন।”

প্রধান উপদেষ্টা তার সরকারের সংস্কার এজেন্ডা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরিচালনার জন্য গঠিত ঐকমত্য কমিশনের কার্যক্রমের বিবরণ দেন। তিনি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের অংশ হিসেবে আমরা সংস্কার বাস্তবায়নে কাজ করছি এবং এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

ড. ইউনূস জানান, তিনি আগামী মাসে কাতারে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সফর করবেন এবং সেখানে বাংলাদেশ-কাতার অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার জন্য বৈঠক করবেন।

জাতীয়

আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনাবাহিনীর হেফাজতে

আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ ছড়িয়ে পড়ার পর সেনাবাহিনী বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা। তিনি বলেন, […]

আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনাবাহিনীর হেফাজতে

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ১৮:৫৭

আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ ছড়িয়ে পড়ার পর সেনাবাহিনী বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

তিনি বলেন, “মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত হয়েছি। সেনাবাহিনী ইতোমধ্যে তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এখনই এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয় বলে জানান তিনি।

এদিন ব্রিফিংয়ে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম। তিনি জানান, ইউপিডিএফ ও জেএসএসের মতো গোষ্ঠীগুলো আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অস্থিরতা সৃষ্টি করছে। সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

তিনি আরও জানান, কেএনএফ সশস্ত্র তৎপরতা চালাতে আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র পাচ্ছে—এমন খবর তাদের কাছে রয়েছে। তবে কেএনএফ এখন দুর্বল অবস্থায় আছে এবং চলমান অভিযানের মাধ্যমে তাদের সম্পূর্ণ নির্মূল সম্ভব বলে মনে করেন তিনি।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, জীবন রক্ষার প্রয়োজনেই সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে, কোনো দলের পক্ষ নেওয়ার প্রশ্নই আসে না।

জাতীয়

৪ আগস্টের অশ্রু-রক্তের ভিড়ে ছাত্রদের রক্ষায় ঢাল হয়ে দাঁড়ানো সেই মাসুদ এখন রমনার ডিসি

২০২৪ সালের জুলাই-আগস্টে যখন সারা দেশে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলন তীব্র রূপ নেয়, তখন রাজপথে নামে লাখো শিক্ষার্থী, শ্রমিক, চাকরিপ্রত্যাশী ও অভিভাবক। একদিকে ছিল মেধাভিত্তিক নিয়োগের দাবি, অন্যদিকে রাষ্ট্রের পক্ষে ছিল অস্ত্রধারী পুলিশ। বেশিরভাগ জায়গায় পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি, লাঠিচার্জ ও দমননীতি চালায়। শহীদ হন বহু তরুণ, আহত হন হাজারো। তবে সেই দমবন্ধ করা […]

৪ আগস্টের অশ্রু-রক্তের ভিড়ে ছাত্রদের রক্ষায় ঢাল হয়ে দাঁড়ানো সেই মাসুদ এখন রমনার ডিসি

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ জুলাই ২০২৫, ১৩:৪২

২০২৪ সালের জুলাই-আগস্টে যখন সারা দেশে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলন তীব্র রূপ নেয়, তখন রাজপথে নামে লাখো শিক্ষার্থী, শ্রমিক, চাকরিপ্রত্যাশী ও অভিভাবক। একদিকে ছিল মেধাভিত্তিক নিয়োগের দাবি, অন্যদিকে রাষ্ট্রের পক্ষে ছিল অস্ত্রধারী পুলিশ।

বেশিরভাগ জায়গায় পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি, লাঠিচার্জ ও দমননীতি চালায়। শহীদ হন বহু তরুণ, আহত হন হাজারো।

তবে সেই দমবন্ধ করা সময়ে কিছু ব্যতিক্রমও ঘটেছে। বিশেষ করে পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হিসেবে দায়িত্বে থাকা মো. মাসুদ আলম শিক্ষার্থীদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেন। তার একটি ভিডিও ক্লিপ তখনকার আন্দোলনের স্মৃতিকে আরও আলোড়িত করে তুলেছে, যা সম্প্রতি ‘দ্য রেড জুলাই’ নামের একটি ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে মাসুদ আলমকে আন্দোলনকারীদের উদ্দেশে বলতে শোনা যায়, “যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে, তাহলে আমি আছি। আমার উপর দিয়ে যাইতে হবে। আগে আমাকে মারতে হবে, তারপর যাইতে হবে।” এই মানবিক ও সাহসী বার্তা দ্রুত ভাইরাল হয়।

অনেকে ফেসবুকে মন্তব্য করে মাসুদ আলমের সাহসিকতার প্রশংসা করেছেন। ‘দ্য রেড জুলাই’-এর একটি পোস্টে স্থানীয় এক শিক্ষার্থী লেখেন, “মাসুদ ভাই সেদিন সাহসী ভূমিকা না নিলে হয়তো শহীদের তালিকা আরও দীর্ঘ হতো।”

আন্দোলনের সেই উত্তপ্ত দিনে তার এমন ভূমিকা পাবনার পরিস্থিতি শান্ত রাখতে সহায়ক হয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এখন মাসুদ আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন দায়িত্বে সফলভাবে কাজ করেছেন।

তার মানবিক ভূমিকা ও জনমুখী আচরণকে বাংলাদেশের অনেকেই পুলিশের জন্য একটি উদাহরণ হিসেবে দেখছেন।

জাতীয়

নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস

মালয়েশিয়ায় সরকারি সফরে গিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশ কিংবা প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনাই তার নেই। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নোবেল শান্তি পুরস্কারজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘না, আমি এমন ব্যক্তি […]

নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস

নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস

নিউজ ডেস্ক

১৫ আগস্ট ২০২৫, ১৯:৪২

মালয়েশিয়ায় সরকারি সফরে গিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশ কিংবা প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনাই তার নেই।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নোবেল শান্তি পুরস্কারজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘না, আমি এমন ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে।’

বারনামার প্রধান সম্পাদক আরুল রাজু দোরার রাজ, আন্তর্জাতিক সংবাদ বিভাগের প্রধান ভুন মিয়াও পিং এবং অর্থনৈতিক সংবাদ বিভাগের সহকারী সম্পাদক কিশো কুমারি সুসেদারামের সঙ্গে এক বিস্তৃত আলোচনায় ইউনূস বলেন, তার মূল মনোযোগ এখন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে।

তিনি জানান, বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৪ সালের ৮ আগস্ট তাকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগ দেন। ওই সময়ের তরুণনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে, যা তার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটায়।

ইউনূস বলেন, ‘আমরা এক বছরের মধ্যেই অনেক দূর এগিয়েছি। আগস্টে আমাদের প্রথম বছর শেষ হয়েছে, এবং আমরা অনেক কিছু অর্জন করেছি।’ এই অগ্রগতির মধ্যে রয়েছে ঐকমত্য কমিশন গঠন, যা ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে।

তিনি জানান, চলতি মাসের শেষ নাগাদ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হবে, যা আরও অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থার পথে বড় অগ্রগতি হবে।

সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ঐকমত্য গড়ে তোলাও কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে—যেমন সংসদ একক হবে নাকি দ্বিকক্ষবিশিষ্ট। ইউনূস বলেন, ‘রাজনীতিতে এসব বিষয়ে ঐকমত্য প্রয়োজন। এ নিয়ে বড় বিতর্ক চলছে।’

তিনি আরও জানান, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে যাতে তাদের অবস্থান বোঝা যায় এবং উন্মুক্ত আলোচনাকে উৎসাহিত করা যায়।

প্রধান উপদেষ্টা বলেন, দেশকে সঠিক পথে ফেরানো হয়েছে এবং ফেব্রুয়ারির নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম বিশ্বাসযোগ্য নির্বাচন। এর আগে শেখ হাসিনার সময় হওয়া তিনটি নির্বাচনে ভোট জালিয়াতি, বিতর্ক ও ভোটার দমনের অভিযোগ ছিল।

তিনি বলেন, ‘অনেক বছর পর এবার সত্যিকারের নির্বাচন হবে, কারণ অতীতের সব নির্বাচনই ছিল ভুয়া’।

তিনি যোগ করেন, এবারকার নির্বাচন দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত লাখো মানুষের জন্যও তাৎপর্যপূর্ণ হবে। বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ কোটি ৬১ লাখ নিবন্ধিত ভোটার রয়েছে, যার মধ্যে নতুন ভোটার প্রায় ৪৫ লাখ।