ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রাক্তন ছাত্র রিফাত নবী ২০২৫ সালের একুশে পদক অর্জন করেছেন। বাংলা ভাষার প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।
রিফাত নবী বাংলা লেখার প্রযুক্তি বিপ্লবে এক অগ্রদূত হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে অভ্র কিবোর্ডের উদ্ভাবন বাংলা টাইপিংকে সহজ ও সর্বজনীন করে তুলেছে। কোটি কোটি মানুষ এখন বিনামূল্যে বাংলা টাইপিং সুবিধা গ্রহণ করতে পারছে, যা বাংলা ভাষার ডিজিটাল ব্যবহারে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। তাঁর এই অবদান বাংলা ভাষার প্রযুক্তিগত অগ্রযাত্রায় এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।
একুশে পদক প্রাপ্তির খবরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন বলেন, “রিফাত নবীর এই অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিরল সম্মান। তাঁর উদ্ভাবনী চিন্তাধারা ও পরিশ্রম আমাদের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস।”
রিফাত নবী বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি সমগ্র বাংলা ভাষা প্রেমীদের ও প্রযুক্তি গবেষকদের। আমি সবসময় বাংলা ভাষার প্রযুক্তিগত উন্নয়নে কাজ করতে চেয়েছি এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা মনে করেন, রিফাত নবীর এই পুরস্কার আরও তরুণ উদ্ভাবকদের বাংলা ভাষার প্রযুক্তিগত সমৃদ্ধিতে অনুপ্রাণিত করবে। একুশে পদকের এই স্বীকৃতি বাংলা ভাষা ও প্রযুক্তির সমন্বয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যায়।

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?