ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য প্রচার নিয়ে নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এসব প্রচার বাংলাদেশের তেমন কোনো ক্ষতি করতে পারবে না।
তিনি বলেন, “ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা থেকে বাজার, সবকিছুই রয়েছে।”
শুক্রবার (৬ ডিসেম্বর) যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন আরও বলেন, “বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে ভ্রমণকারী বাংলাদেশিদের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। এই খাত থেকে প্রতিবেশী দেশটি অর্থনৈতিকভাবে বিশাল লাভবান হয়। যদি তারা বাংলাদেশিদের ভারতে যেতে নিরুৎসাহিত করে, তবে বাংলাদেশিরাও আর সেখানে যাবে না।”
তিনি বলেন, “আমাদের দেশে মেজরিটি-মাইনরিটি বিভাজন নেই। আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বাস করি।” কোনো উসকানিতে কান না দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,আমি গতবার কারগো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করে গিয়েছিলাম। কিন্তু বন্দরের কিছু সমস্যা ছিল যেমন স্ক্যানার মেরামত করতে বলছিলাম এবং আরো অন্যান্য বিষয়ের কাজ দিয়ে ছিলাম। তাই সেগুলো সচল আছে কিনা এবং বন্দরের বাণিজ্য বন্ধ আছে কিনা, ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখলাম।
বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।