ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র এক মাস আগে বাংলাদেশ সফরে এসে ঢাকা সরকারকে কঠোর তিনটি শর্ত দিয়েছিলেন বলে দাবি করেছিল ভারতীয় গণমাধ্যম। তবে, বাংলাদেশের প্রতিক্রিয়া ভারতের প্রত্যাশার বিপরীত ছিল। ভারতীয় গণমাধ্যমের মতে, বাংলাদেশ কার্যত সেই শর্তগুলোকে নাকচ করে দিয়েছে। এর পরপরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উষ্ণতা বাড়তে শুরু করেছে, যা নয়াদিল্লির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক ও সফর এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম যেমন ইন্ডিয়া টুডে এবং হিন্দুস্তান টাইমস দাবি করছে যে, এটি বাংলাদেশের পক্ষ থেকে নয়াদিল্লির জন্য একটি কৌশলগত বার্তা। অর্থাৎ, ঢাকা শুধু ভারতের শর্ত মানার জন্য বসে নেই, বরং তাদের পররাষ্ট্রনীতির বিকল্প দিকগুলোও উন্মুক্ত রেখেছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন একক নির্ভরশীলতার বাইরে বের হয়ে বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। একদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করা হচ্ছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে অতীতের শীতল সম্পর্ক পেছনে ফেলে নতুন সংযোগ গড়ে তোলা হচ্ছে। এই নতুন বাস্তবতা নয়াদিল্লির জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।
ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতদিন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতের প্রভাব ছিল ব্যাপক। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই প্রভাব হ্রাস পাচ্ছে। ভারতের এক প্রবীণ কূটনীতিকের ভাষায়, “নয়াদিল্লি যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে তাদের পুরনো দাদাগিরি নীতি বদলাতে হবে।”
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নতুন কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। দীর্ঘ ১৫ বছর ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল প্রায় বরফাচ্ছন্ন। তবে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দৃশ্যপট বদলেছে। বাংলাদেশ এখন আর কোনো একক শক্তির ওপর নির্ভর করতে চায় না। চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এবং পাকিস্তানের সঙ্গে সামরিক ও কূটনৈতিক যোগাযোগ ভারতের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে।
ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার এই নতুন মৈত্রী কীভাবে এগিয়ে যাবে এবং নয়াদিল্লি এই পরিস্থিতির কীভাবে মোকাবিলা করবে, সেটিই এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলের আলোচনার মূল বিষয়বস্তু।

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?