হোমস প্রদেশে সিরিয়ার জনগণের ওপর গোলানি সরকারের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় কমপক্ষে ১০ জন শিয়া মুসলমান শহীদ হয়েছেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নতুন সিরিয়ার সরকারের প্রধান এবং তাহরি আশ-শাম গোষ্ঠীর কমান্ডার আল-জুলানির সঙ্গে জড়িত সশস্ত্র বিদ্রোহীরা হোমস প্রদেশে বসবাসকারী নবী মুহাম্মদ (সা)’র পবিত্র আহলে বাইতের অনুসারীদের ওপর নানাভাবে দমন পীড়ন চালিয়ে আসছে।
পার্সটুডে অনুসারে,সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ঘোষণা করেছে যে সিরিয়ার হোমস প্রদেশের বেশ কয়েকটি গ্রামে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল-শামের সঙ্গে সম্পৃক্ত নিরাপত্তা বাহিনী ১০ জনকে মৃত্যুদণ্ড দেয়ার পাশাপাশি ১৫ জনকে গ্রেপ্তার করেছে এবং ৩২ জনকে আহত করেছে।
অন্যদিকে, জননিরাপত্তা অধিদপ্তর উত্তর-পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশের জাবলা শহরে কারফিউ ঘোষণা করেছে।প্রতিবেদনে বলা হয়েছে যে সাম্প্রতিক দিনগুলোতে এই শহরটিতে সন্ত্রাসী গোষ্ঠী তাহরির আল-শামের সাথে যুক্ত ব্যক্তি এবং গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্যে ২০২৪ সালের ২৭ নভেম্বর সকালে উত্তর সিরিয়ায় তাদের অভিযান শুরু করে। অবশেষে, এগারো দিন পর তারা রাজধানী দামেস্কের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ঘোষণা করে।
সূত্রঃ পার্সটুডে