ফের গাজায় ভয়ংকর মারণ হামলা চালাল ইসরাইল। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। গাজার উত্তরাঞ্চলে ৪০ জন এবং গাজার কেন্দ্রে ও দক্ষিণে হামলায় ৫০ জন নিহত হয়েছে।
গাজা মেডিকেল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হামলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় হামলায় ৭১ জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেখানেও পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। যন্ত্রণায় কাতরাচ্ছে রোগীরা।
এর আগে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত স্যামুয়েল জ্বোগার সরব হয়েছিলেন। তার কথায়, গাজার আর অস্তিত্ব নেই। সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বেসামরিক নাগরিকরা এই মুহূর্তে ক্ষুধা, হতাশা ও মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। এই রক্তক্ষয়ী যুদ্ধ কবে থামবে? বন্দিদের এখন ঘরে ফেরার সময়।
উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে আচমকাই নজিরবিহীন হামলা চালিয়েছিল হামাস। এই হামলায় ১২০০ ইসরাইলি নিহত হয়েছিল। এছাড়াও বহু ইসরাইলিকে ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। আর এরপর থেকেই প্রতিশোধ নিতে গাজা জুড়ে গনহত্যা শুরু করে ইসরাইল।
টানা এক বছর পার হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইসরাইল। ইসরাইলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা ধ্বংস করে দেয়া হয়েছে। ইসরাইলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে আসতে দেয়া হচ্ছে না। এদিকে গাজায়