শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আগামী ১৫ এপ্রিল থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। পূর্বে নির্ধারিত ভর্তি ফি ছিলো ১৭ হাজার টাকা, পরে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদে প্রশাসন ফি কমাতে বাধ্য হয়।
১১ এপ্রিল, ২০২৫ তারিখ বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
সভায় প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী একাডেমিক কাউন্সিলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের কল্যাণেই বিশ্ববিদ্যালেয়ে সকল কার্যক্রম। আমাদেরকে তাদের প্রতি স্নেহশীল আচরণ করতে হবে যাতে তারা ক্লাস, পরীক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হয়।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যবৃন্দের আলোচনা-পর্যালোচনা পূর্বক বিভিন্ন খাতের যথার্থতা মূল্যায়নের প্রেক্ষিতে সংযুক্ত তালিকা অনুযায়ী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি ফি মোট ১৭,০০০/= (সতের হাজার) টাকার পরিবর্তে মোট ১৪,৯০০/= (চৌদ্দ হাজার নয়শত) টাকা পুণঃনির্ধারণ করা হয়।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তির ফি থেকে এবার ভর্তি ফি ৩,১০০/= (তিনহাজার একশত) টাকার কম নির্ধারণ করা হয়েছে।