মাহবুবুল ইসলাম, শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন “গ্রীন এক্সপ্লোর সোসাইটি” কতৃক ‘ ব্রিটিশ কাউন্সিল এবং FIVDB’ -এর সহায়তায় “Silent Voices, Loud Action” আয়োজন করে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) , ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশেও পরিবেশসচেতক শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে উক্ত প্রোগ্রাম সফল করে।
উপস্থিত ছিলেন FIVDB-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব নজরুল ইসলাম মঞ্জুর। তিনি FIVDB-এর নানা কার্যক্রম এবং জিইএস-এর সাথে তাদের কার্যকর বর্ণনা করেন। প্রধান ক্যাম্পেইন মবিলাইজার মো. মাসুম উল্লেখ করেন জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনা শেয়ার করেন। FIVDB এর এই আয়োজন জলবায়ু সচেতনতার প্রসারে এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও উল্লেখ করেন।
সংগঠনের সদস্যরা এবং পরিবেশ সচেতকরা শিক্ষার্থীদের নিজের ক্যাম্পাসের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন এবং কিভাবে আমাদের পরিবেশকে সুন্দর রাখা যায় সে ব্যাপারে দিক নির্দেষনা প্রদান করেন। ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসনের জন্য সবাইকে সচেতনতার পাশাপাশি পলিসিগত ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। ক্যাম্পাসের লাইট পলিউশন এবং শব্দ দূষণ বিষয়েও কথা বলেন।
এছাড়াও সংগঠন এর সভাপতি মো:রমজান হোসেন রনি বলেন, “আমরা যদি আজকে থেকেও প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলেও ক্যাম্পাসের সকল পরিবেশগত সমস্যা থেকে শুরু করে দেশের সকল পরিবেশগত সমস্যা সমাধান করতে পারবো।”
সবশেষে জিইএস আমন্ত্রণে কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের “আজ মুক্তমঞ্চ” কর্তৃক পরিবেশ এবং দূর্যোগের নানা দৃশ্য অনুধাবনের জন্য ‘প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মূকাভিনয়’ উপস্থাপন করে।