মাহবুবুল ইসলাম : শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন “গ্রীন এক্সপ্লোর সোসাইটি” এর ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৫’ আয়োজন করার মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় উক্ত অনুষ্ঠানে সংগঠনের পূর্বের এবং বর্তমান কমিটির সদস্যবৃন্দ এবং নবীন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের বিভিন্ন উইং এবং এসবের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও নিজের ক্যাম্পাসের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন এবং কিভাবে আমাদের পরিবেশকে সুন্দর রাখা যায় সে ব্যাপারে দিক নির্দেষণা প্রদান করেন। ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসনের জন্য সবাইকে সচেতনতার পাশাপাশি পলিসিগত ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন এবং ক্যাম্পাসের লাইট পলিউশন এবং শব্দ দূষণ বিষয়েও কথা বলেন।ক্যাম্পাসের নানা প্রাণী এবং পরিবেশের নানা সমস্যা উল্লেখ করেন এবং এসবের সমাধানের লক্ষ্যে সবাই একসাথে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।
এছাড়া সংগঠন এর বর্তমান সভাপতি মো: রমজান হোসেন রনি বলেন, “আমরা যদি আজকে থেকেও প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলেও ক্যাম্পাসের সকল পরিবেশগত এবং প্রাণীদের নানা সমস্যা থেকে শুরু করে দেশের সকল পরিবেশগত এবং প্রাণীদের নানা সমস্যার সমাধান করতে পারবো। “