শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ (জিইএস) কর্তৃক আয়োজনে ও ‘ব্রিটিশ কাউন্সিল এবং FIVDB’-এর সহায়তায় ক্লাইমেট স্ট্রাইক এবং “Green Tong Initiative: Clean Stalls, Clean Community” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের জল্লারপাড়স্থ ওয়াকইয়েতে পরিবেশে পরিবেশ সচেতন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিকাল ৩:৩০টায় ক্লাইমেট স্ট্রাইক ও গ্রীন টং ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনটিতে ওয়াকওয়েতে অবস্থিত সকল টং দোকানগুলোতে বায়োডিগ্রেডেবল এবং নন-বায়োডিগ্রেডেবল বর্জ্যের জন্য সবুজ ও লাল সূচক ভিন্ন ভিন্ন ডাস্টবিন সরবরাহ করা হয় এবং টং দোকান ব্যবসায়ীদের সাথে এ নিয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন FIVDB এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর নজরুল ইসলাম মঞ্জুর। তিনি তার বক্তব্যে, FIVDB এর নানা কার্যক্রম এবং জিইএস এর সাথে তাদের কার্যক্রমের প্রশংসা করেন।
জলবায়ুর পরিবর্তন মোকাবিলার জন্য স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনার একটি অংশ হিসেবে গ্রীন এক্সপ্লোর সোসাইটির “গ্রীন টং ইনিশিয়েটিভ” ক্যাম্পেইনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এই ডাস্টবিনের যথাযথ ব্যবহারের মনিটরিংয়ের ক্ষেত্রে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন জল্লারপাড় ওয়াকওয়ের কর্তৃপক্ষের সদস্য মো: মিঠু।
কর্মসূচির দ্বিতীয় সেগমেন্টে ওয়াকওয়ে সংলগ্ন এলাকায় সকলের অংশগ্রহণে সচেতনতামূলক ক্লিনিং মুভমেন্ট পরিচালিত হয়।