ইরফান উল্লাহ, ইবি:
চলমান, আন্তর্জাতিক ও জাতীয় বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছায়া জাতিসংঘ (আইইউমুনা) একটি কূটনৈতিক ম্যারাথন কর্মশালার আয়োজন করেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের ৪৩৫ নম্বর রুমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন বিভাগের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ। এসময় সংগঠনটির সাবেক গভর্নিং বডির সদস্যরাও উপস্থিত ছিলেন।
ম্যারাথনটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়েছিল যার মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলির উপর একটি কুইজ বিভাগ, বৈশ্বিক সমস্যাগুলির উপর একটি সমস্যা সমাধানের পরীক্ষা এবং একটি পাবলিক স্পিকিং টাস্ক অন্তর্ভুক্ত ছিল। সমস্ত রাউন্ডের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাকিরা বিনতে সাঈদ ।
অনুষ্ঠানে, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জিতু বলেন, ‘দীর্ঘদিন পর এমন আয়োজন করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুনদের এবং নবীনদের কাছে আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই ম্যারাথনের মাধ্যমে শিক্ষার্থীরা কিছু মৌলিক দক্ষতা অর্জন করবে যেমন পাবলিক স্পিকিং এবং সমালোচনামূলক চিন্তা করার ক্ষমতা। এটি তাদের শক্তিশালী যোগাযোগ দক্ষতা তৈরি করতে সহযোগিতা করবে।
সভাপতি আফজালুল হক বলেন, ‘আইইউমুনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। অন্যান্য সংস্থার মতো নয়, আমরা আমাদের সদস্যদের বিশেষ দক্ষতা বৃদ্ধি করি যা তাদের পরিবর্তনশীল বিশ্বের সাথে আপডেট রাখতে সাহায্য করবে। শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বাড়াতে আমরা এরকম আরও ইভেন্ট নিয়ে আসবো।