নাটোর প্রতিনিধিঃ
৭ বছরের শিশু জুই ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দবিতে বিক্ষোভে উত্তাল নাটোর। নাটোরের বড়াইগ্রামে ৭ বছর বয়সী এক শিশু কন্যার বিবস্ত্র ও ঝলসানো লাশ পাবনা জেলার চাটমোহর কাটাখালি এলাকার একটি ভূট্টা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পাবনার চাটমোহর উপজেলার কাটাখালি ভূট্টার ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার গড়ফা গ্রামের প্রবাসী জাহিদুল ইসলাম এর মেয়ে জুই। সে স্থানীয় একটি মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্রী ছিলো।
গত সোমবার (১৪ এপ্রিল) জুই পাশ্ববর্তী এলাকায় তার দাদার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন মঙ্গলবার পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালি এলাকায় একটি ভুট্টা ক্ষেতে তার মুখ ঝলসানো বিবস্ত্র লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে দুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় চাটমোহর থানায় অজ্ঞাত আসামী করে মামলা করা হয়েছে বলে পুলিশ জানায়।
এদিকে এই নৃশংস ও ঘটনার প্রতিবাদে নাটোর সদর সহ বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের উদ্বেগ দেখা দিয়েছে। বড়াইগ্রাম এই ঘটনায় মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা।
নাটোরে শিশু জুই হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বড়াইগ্রামে শিশু জুই কে নৃশংসভাবে ধর্ষণের পর এসিড দিয়ে ঝলসিয়ে হত্যার প্রতিবাদে আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা শাখা। এই সমাবেশ থেকে ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করে ফাঁসির দাবি জানানো হয়েছে।
সমাবেশের আগে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নাটোর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ঘুরে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সম্প্রতি আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি, তাই নাটোরে ৭ বছরের শিশু জুই হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। যারা এই বর্বরোচিত ও নৃশংস ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হোক।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?