মোঃ আলী মোর্তজা, বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দা’ওয়াহ কমিউনিটির উদ্যোগে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইসলামি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত ক্লাবটির আয়োজিত এই অনুষ্ঠানে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বুটেক্স উপাচার্য।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বুটেক্স অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগুনবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জামিল হাসান এবং আলোচিত লেখক ও সম্পাদক জাকারিয়া মাসুদ। আরো উপস্থিত ছিলেন ক্লাবটির উপদেষ্টা প্রভাষক এহসান এলাহী সাবিক, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদ সরকার, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রভাষক এহসান এলাহী সাবিক। তিনি বলেন, ইসলামের ইতিহাস কেবল একটি ধর্মীয় অধ্যায় নয় বরং এটি মানবজাতির নৈতিক ও জ্ঞানচর্চার উজ্জ্বল দৃষ্টান্ত। তরুণ শিক্ষার্থীদের উচিত ইসলামি শিক্ষার গভীরে ডুব দিয়ে আত্মশুদ্ধি এবং মানবসেবার অনুপ্রেরণা গ্রহণ করা।
আলোচনার এক পর্যায়ে অধ্যাপক ড. মো. এমদাদ সরকার ক্লাবটির কার্যক্রম পরিচালনার জন্য একটি রুম এবং ইসলামিক লাইব্রেরি কর্নার বরাদ্দের জন্য মাননীয় উপাচার্যের সহযোগিতার আহ্বান জানান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে ইসলামিক স্টাডিজ কোর্স চালু করার জন্য উপাচার্যের কাছে যথাযথ সহযোগিতা চান।
দুনিয়া ও আখিরাতের লক্ষ্য নির্ধারণে মুসলিমদের করণীয় নিয়ে আলোচনা করেন মাওলানা মুফতি জামিল হাসান। তিনি বলেন, আমাদের সবাইকে আল্লাহ তায়ালার দাসত্ব মেনে চলতে হবে এবং রিজিক নিয়ে দুশ্চিন্তায় না থেকে আল্লাহ তায়ালার ওপর ভরসা রেখে অগ্রসর হতে হবে। সর্বশেষ তিনি সকল শিক্ষার্থীদের নামাজের প্রতি আহ্বান জানিয়ে তাঁর আলোচনা শেষ করেন।
লেখক জাকারিয়া মাসুদ গুরুজনদের প্রতি মর্যাদা, নারীদের নিরাপত্তা, শিষ্টাচার, জাকাত, ইসলামি ইতিহাস, বর্তমান সমাজব্যবস্থার অধঃপতন এবং সমস্যার সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বুটেক্স দা’ওয়াহ কমিউনিটি ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মুনাফ বলেন, আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতায় বুটেক্স দা’ওয়াহ কমিউনিটির পক্ষ থেকে প্রথমবারের মতো আয়োজিত ইসলামিক সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্লাব এবং আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হলো ভার্সিটির ভাই-বোনদের কাছে ইসলামের জ্ঞান ও সৌন্দর্য পৌঁছে দেওয়া। বর্তমাম শিক্ষাব্যবস্থায় আখিরাতমুখী জ্ঞানচর্চার প্রসারে এই ক্লাব কাজ করবে।