বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বড়াইগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৭ নভেম্বর ২০২৪, ১৮:০৭

বড়াইগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 
আসমত উল্লাহ-বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ 
নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি মুচিপাড়া মসজিদের  পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ সময় লাশের পাশে রাখা একটি ব্যাগ ও একটি  মোবাইল জব্দ করা হয়। মোবাইল ফোনের সুত্র ধরেই লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজন মসজিদের পাশে লুঙ্গি দিয়ে মোড়ানো লাশটি দেখতে পান।
পরে  তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।  তবে সড়ক দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে হয়নি। লাশের শরীরে  কোন ধরণের আঘাতের চিহ্ন ছিল না।
পরে লাশটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ বোঝা যাচ্ছে না।
নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর