শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

কালীগঞ্জে হিরোইন সহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২২ নভেম্বর ২০২৪, ১৬:৪১

কালীগঞ্জে হিরোইন সহ তিন মাদক কারবারি গ্রেফতার
মোঃ ওমর আলী মোল্যা  (গাজীপুর- প্রতিনিধি):

গাজীপুরের কালীগঞ্জে পাঁচ গ্রাম হিরোইন সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কারীরা  হলেন নাজমুল মিয়া (৪০), জামান মিয়া (৩৫) ও জাকির হোসেন (৪০) ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে কালীগঞ্জ থানার অন্তর্গত উলু খোলা পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
এর আগে দুপুরে আটকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারও আগে একই দিন ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের কেটুন এলাকা থেকে তাদের হেরোইনসহ আটক করা হয়।
আটককৃত নাজমুল উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া সুকপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে, জাকির একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও জামান পানজোড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তারা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন এলাকায় হেরোইনসহ নানা ধরণের মাদক দ্রুব্য বিক্রি করতো বলে অভিযোগ রয়েছে।
ওসি জানান, গোপন সংবাদের কালীগঞ্জ থানাধীন উলুখোলা ফাঁড়ি পুলিশ উপজেলার নাগরী ইউনিয়নের কেটুন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ওই এলাকার জনৈক মোমেনের মুদি দোকানের সামনে থেকে ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ওসি আরো জানায়, এ ঘটনায় দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (০১) সারণির ৮(খ) ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা (নং-২১) করা হয়। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর