বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

চুয়াডাঙ্গায় ১০টি দেশীয় অস্ত্রসহ আ.লীগ নেতা আটক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৪, ২০:৩৮

চুয়াডাঙ্গায় ১০টি দেশীয় অস্ত্রসহ আ.লীগ নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় ১০ মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদীন নফরকে কয়েক দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। সেসময় তার স্বীকারোক্তিতে মোতাবেক তার বাড়ি থেকে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সেনাবাহিনী তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন নফর ওরফে হাতকাটা নফর দর্শনার পৌর এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও স্বর্ণ চোরাচালানসহ ১০টি মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাত ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নফরকে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাতে নফরের বাড়িতে অভিযান চালালো সেনাবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুড়ি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর