এমএ হালিম, সুনামগঞ্জ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনভিত্তিক ছাত্র প্রতিনিধিদের নিয়ে জামায়াতে ইসলামীর এক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় ছাতক উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এই সমাবেশে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সুনামগঞ্জ-৫ নির্বাচনী আসনের পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং পরিচালনা করেন ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর-রশীদ, ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, ছাতক পৌর সেক্রেটারি ডা. হেলাল উদ্দিন এবং ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, “আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ ও নেতৃত্ব। শিক্ষার্থীরা চাইলে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এর জোরালো প্রমাণ ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার পতনের গণঅভ্যুত্থান।”
তারা আরও বলেন, “আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র। সেই লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের উচিত আগামীর রাষ্ট্র গঠনে নেতৃত্ব দিতে এগিয়ে আসা।”
সমাবেশে অংশগ্রহণকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।