পটুয়াখালীর গলাচিপায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও ২ দিনব্যাপী প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আয়োজনে উপজেলা নির্বাহী অফিসাররের কার্যালয়ের নিচতলায় প্রদর্শনী ও উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এঁর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এঁর সঞ্চালনায় মুখ্য প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন, সাইন্টিফিক অফিসার (বিসিএসআইআর) মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মো. আকরামুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প .প. অফিসার ডাক্তার মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী আ. রহমান, সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইয়ুম, প্রকৌশলী এমএম আসাদুজ্জামান আরিফ ও প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন, বিশিষ্ট সাংবাদিক প্রভাষক হারুন অর রশিদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উদ্বোধনের মাধ্যমে প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সেবামূলক বিভাগের প্রতিনিধি, বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে দশটি স্টলে-নানারকম প্রযুক্তিগত উদ্ভাবিত প্রয়োগের সৃষ্টিশীল কর্ম পদ্ধতি উপস্থাপন করা হয়।
স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনারে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, “দৈনন্দিন জীবনে প্রযুক্তিগত গবেষণার উন্মেষ ঘটিয়ে ,জীবন মানকে সুন্দর করার কাজে, সময়ের সাথে মানুষের মাঝে প্রযুক্তির উন্নয়নের সম্প্রসারণ করাই হবে সুন্দর জীবন ব্যবস্থা।”