২০২৪ সালের জুলাই আগস্টে নরসিংদীতে সংঘটিত গণহত্যার অভিযোগে করা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী ও সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম গ্রেফতার হয়েছেন।
এর আগে রোববার (১৩ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদের জন্য রাঙ্গামাটিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বাণ চৌধুরীকে রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয় থেকে হেফাজতে নেয় পুলিশ। পরে আজ তাকে গ্রেফতার দেখানো হয়।
৩০তম বিসিএসের কর্মকর্তা অনির্বাণ চৌধুরী ২০২২ সালের সেপ্টেম্বরে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন এবং গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সেখানে কর্মরত ছিলেন।
গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙ্গামাটি জেলা পুলিশে যোগ দেন এবং বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসেবে কর্মরত।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?