মোঃ আলী হোসেন ভূইয়া,আখাউড়া প্রতিনিধি:
গত ২৬ মার্চ দুপুরবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির নয়াদিল গ্রামে মো: আলী হোসেনের পারিবারিক কবরস্থান ও পুকুরপাড় পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারিরা। এ সময় পুকুর পাড়ে থাকা কবরস্থান ও বিভিন্ন গাছ-গাছালি সম্পূর্ণ ভস্বিভূত হয়ে এলাকাটি শ্বশানে পরিণত হয়।
এ কবরস্থানের স্বত্বাধিকারী বিল্লাল জুয়েল দৈনিক আখাউড়া খবর ও আলো টিভিকে জানান, আমরা দীর্ঘদিন ধরে এ গ্রামে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সবার সাথে মিলে-মিশে বসবাস করছি কিন্তু কিছু কু-চক্রী মহল সাবেক ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের লোকজনের সাথে যোগসাজসে আমাদের বাড়ির লোকজন, জায়গা-সম্পত্তি, মসজিদ এমনকি শেষ যাত্রার পবিত্র কবরস্থানেও আগুন লাগাতে দ্বিধাবোধ করেনি।
এ ব্যাপারে জানতে চাইলে , কবরস্থানের প্রতিবেশী মো: আব্দুল কাদির চৌধুরী দৈনিক আখাউড়া খবর ও আলো টিভিকে বলেন, গত ২৬ মার্চ বিকাল বেলায় গিয়ে দেখি, এ পবিত্র কবরস্থানটিও কে বা কারা পুড়িয়ে দিয়েছে। আমার জীবনের ইতিহাসে এমন জঘন্য ঘটনা দেখেনি। আমি প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ।
অভিযোগের তীর তার প্রতিবেশী মরহুম রাজ্জাক ডিলার ও তার পরিবারের উপর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো: বিল্লাল জুয়েল গতকাল বিকেলে সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী, সর্দার-মাতবর নিয়ে এসে পুড়ে যাওয় স্থানটি পরিদর্শন করান ও কঠোর বিচার দাবি করেন।
সবাই চলে যাওয়ার পরে , ঘটনাস্থলে পরিদর্শনে আসেন, মোগড়া ইউপির বর্তমান প্রশাসক, এনামুল মামুন , মোগড়া ইউপি বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান জনাব নান্নু মিয়া , সাবেক সাধারন সম্পাদক জনাব কুদ্দুস মিয়াসহ আরও অনেকে।
অপরদিকে জানতে চাইলে, প্রতিপক্ষ রাজ্জাক ডিলারের ছেলে লন্ডনের পুলিশ কর্মকর্তা মো: সামিউল রাব্বি মুঠোফোনে বলেন, আমাদের বিরুদ্ধে তারা চক্রান্ত করে বিভিন্ন নাটক সাজাচ্ছে । আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বরং তারা ২০১৯ সালে আমাদের বাড়িঘর সন্ত্রাসী এনে ভেঙে ছারখার করে দেয়। আমরা এর কোন প্রতিকার পাইনি।
এ ব্যাপারে ভূক্তভোগীর পক্ষে আখাউড়া থানায় অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?