সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলা ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার লালমনিরহাট জেলার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় মুসল্লিরা এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
লালমনিরহাট সদরে ছাত্র শিবিরের বিক্ষোভ
লালমনিরহাট সদরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানানো হয়।
আদিতমারীতে ছাত্রশিবিরের সমাবেশ
আদিতমারী উপজেলায় ইসলামী ছাত্রশিবির কোর্ট জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চৌরঙ্গীর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনিদের প্রতি বৈশ্বিক সমর্থন চায়।
কালীগঞ্জে মুসল্লিদের প্রতিবাদ
কালীগঞ্জে জুমার নামাজের পর স্থানীয় মসজিদগুলো থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিলে শামিল হন। বাংলাদেশ ছাত্র শিবির ও ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানার হাতে তারা শহরের সড়ক প্রদক্ষিণ করে গাজায় নিরীহ নাগরিক হত্যার নিন্দা জানান।
হাতীবান্ধা ও পাটগ্রামে গণবিক্ষোভ
হাতীবান্ধা উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা প্রকাশ করা হয়। অন্যদিকে, পাটগ্রামে পৌর এলাকার বড় মসজিদ থেকে বের হওয়া বিশাল মিছিলে স্থানীয় শিক্ষার্থী ও মুসল্লিরা ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে স্লোগান দেন।
সমস্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসন বন্ধে জাতিসংঘ ও মুসলিম বিশ্বের জোরালো ভূমিকা কামনা করেন। এছাড়া গাজায় মানবিক সহায়তা পাঠানোসহ নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার দাবি তুলে ধরা হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?