নূরুল আলম কামাল, নেত্রকোনা:
নেত্রকোনার দুর্গাপুরে জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) রাতে দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাতাশি গ্রামের জুয়ার আসরে অভিযানে গিয়ে কাউকে আটক করতে না পেরে আসরটি পুড়িয়ে দেয় পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে একটি জুয়ার আসর পরিচালনা হয়। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই জুয়াড়িরা পালিয়ে গেছে। জুয়াড়িদের নির্মিত ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই উপজেলা অপরাধমুক্ত করে তুলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।