মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এক অসহায় পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।
গত ১৯ জানুয়ারি ২০২৫, ভোলা অনলাইন মার্কেট ফেসবুক গ্রুপে প্রকাশিত এক পোস্টে পরিবারটির বাস্তব চিত্র তুলে ধরা হলে সেটি সংগঠনটির নজরে আসে। এরপর, গত ৮ মার্চ (শনিবার) দুপুর ৪টায় সংগঠনের সদস্যরা পরিবারটির খোঁজখবর নিতে সেখানে যান।
পরিবারটির দুঃসময়ে পাশে দাঁড়াতে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মাহে রমজানের ইফতার সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নেওয়াজ শরিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন রনি, কার্যনির্বাহী সদস্য সাকিবুল হাসান মিজী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনটির এ ধরনের মানবিক উদ্যোগ অসহায়দের জন্য আশার আলো হয়ে উঠবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?