কে, এইচ, এম, নূরুল আলম কামাল, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে খামারের পাহাড়াদারকে হত্যা করে গরু ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার ৮ মার্চ দোলন মিয়া দুলাল নামের একজনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
এর আগে বৃহস্পতিবার (০৬ মার্চ) ভোররাতে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের গোদারিয়া চৌরাস্তার শুকনাকুড়ি গ্রামের মাহবুবুল হকের খামারে এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তার কৃতরা হলেন- দোলন মিয়া দুলাল (২৮), আব্দুল মান্নান দুর্গাপুর উপজেলার শুকনাকুড়ি রামবাড়ি গ্রামের মৃত মহর আলীর ছেলে ও আঃ আউয়াল ওরফে আবাল (৩২) একই গ্রামের আব্দুল।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ তার কার্যালয়ের মিলনতানে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডাকাত দলের সদস্য দোলন সহ সবাই পেশাদার জুয়াড়ি। গত ৬ মার্চ রাতে দুলাল তার সহযোগী ৬ জনকে নিয়ে পরিকল্পিতভাবে রাত সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ’র ফিশারীজ এন্ড ডেইরী ফার্মের পাহারাদার জয়নাল উদ্দিন (৬৫)-কে শ্বাসরোধে হত্যা করে।
তারপর ডাকাতরা ৭টি গরু লুট করে নিয়ে যায়। দোলন মিয়া দুলাল ডাকাতির তার সহযোগী ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত করে।
পরে মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা ও ডাকাতির একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার দোলন মিয়া ওরফে দুলালকে গত ৮ মার্চ আটক করেন।
পুলিশে জিজ্ঞাসা ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ মার্চ সোমবার রাতে উপজেলার শুকনাকুড়ি রামবাড়ি গ্রাম থেকে আব্দুল মান্নান ও আব্দুল আউয়াল কে আটক করে পুলিশ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?