সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুবার রহমানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
মাহবুবার রহমানের বিরুদ্ধে রংপুরে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহামুদুল হাসান মুন্নার হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
মুন্নার বাবা আব্দুল মজিদ গত বছর ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছিলেন। মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ ১২৮ জনকে আসামি করা হয়।
এ মামলায় এর আগে ২৮ জানুয়ারি রংপুরে ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এছাড়া গত বছরের ২৭ অক্টোবর শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, গ্রেফতারকৃত মাহবুবার রহমানের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেফতারের জন্য তৎপর রয়েছে।
এ ঘটনার পর এলাকার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ শিগগিরই এই মামলা নিয়ে দ্রুত কার্যক্রম চালানোর আশ্বাস দিয়েছে।