সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে সাইকেল নিয়ে রাস্তা পারা-পারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
নিহত ব্যাক্তি হলেন, ঘোড়াঘাট উপজেলার মারুপাড়া গ্রামের মৃত আব্দুল কাফির ছেলে আব্দুল বাকী (৭০)।
(৪ই মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ম (১১-৮৯১৫) এই নাম্বারের কাভার্ড ভ্যানটি দ্রুত গতিতে আসছিল ওই সময় রাস্তা পারা-পার হতে গিয়ে চালক ও পথচারী দুই জনের কেউ কাওকে না দেখতে পেয়ে এই দুর্ঘটনা ঘাটে।
পরে নিহত আব্দুল বাকী কে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনায় এক বৃদ্ধ মারা গেছে। এবং একটি সড়ক বিভাগে মামলা করা হবে।