আক্কাছ আলী (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার শ্রীনগর বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় শ্রীনগর বাজারের মাধব স্টোরে বোতলজাত সয়াবিন তেল আছে কিনা জিজ্ঞাসা করলে তাদের নিকট বোতলজাত সয়াবিন তেল নেই বলে জানান। তাদের গুদামে মনিটরিং করলে সেখানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। সয়াবিন তেল গুদামে মজুদ রেখে দোকানে বিক্রি না করায় দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ সহ মজুদকৃত তেল দোকানে নিয়ে এম আর পি মূল্যে বিক্রি করার নির্দেশ দেয়া হয়।
এছাড়াও একই বাজারে রোকেয়া মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসি টিকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।বিষয়টি নিশ্চত করেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল।