তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে,
এই প্রতিপাদ্যের আলোকে, পটুয়াখালীর গলাচিপায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ, রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে- নির্বাচন অফিস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসের মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার জহিরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, প্রেসক্লাব সভাপতি, মু: খালিদ হোসেন মিল্টন।
এছাড়া বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।