মোঃ হাসনাইন আহমেদ ,ভোলা প্রতিনিধিঃ
বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
এরই অংশ হিসেবে ১২ মার্চ ২০২৫, বুধবার, ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক সভার আয়োজন করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত মেডিক্যাল ক্যাম্পে ৩৭০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
এতে সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. মতিউর রহমান (এমপিএইচ, এএমসি) চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন।
এছাড়াও স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিপা ভাইরাস প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?