হাফিজুর রহমান জেলা প্রতিনিধি সাতক্ষীরা :
সাতক্ষীরায়-১( তালা- কলারোয়া)সাবেক এমপি হাবিবুল ইসলাম (হাবিব) আওয়ামী লীগের করা ষড়যন্ত্রমূলক মামলা হতে খালাস পাওয়ায়, তালা উপজেলার যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে ৷
বৃহস্পতিবার( ২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনন্দ মিছিলটি উপজেলার জনতা ব্যাংক সংলগ্ন বটতলা হতে বের হয়ে, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, তালা তিন রাস্তার মোড়ে পথসভার আয়োজন করা হয়, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও তালা উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা
যুবদলের সাবেক সভাপতি ওয়াজেদ বিশ্বাস,তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ আজম,বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এহসান,, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ
হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, তালা উপজেলা জাসাস আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব রাসেল বিশ্বাস, তালা সদর ইউনিয়নের যুবদলের সভাপতি আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জিএম ফারুকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য যে, গত ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট , বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।