নজরুল ইসলাম, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন পৌর শহের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা’র সহকারী পরিচালক নুর হোসেন।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৩টি ফার্মেসি ও মূল্য তালিকায় অসামাঞ্জস্য থাকায় ২টি রেস্টুরেন্টকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো রহমান মেডিকেল হল, লালমোহন ড্রাগ হাউজ, মুন স্টার ফার্মেসি, মুসলিম হোটেল এন্ড রেস্টুরেন্ট, আপ্যায়ন রেস্তোরা এন্ড সুইট্স।
পরে তিনি সচেতনতামূলক লিফলেট বিতরন করেন এবং আসন্ন পবিত্র মাহে রমাজ মাসে যেন বাজারে পন্য দ্রব্যাদীর মূল্য স্বাভাবিক থাকে, সেজন্য এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।